রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা নবম শ্রেণি পাস একজনকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা চলাকালীন আব্দুস সোবহানকে আটক করে কর্তৃপক্ষ।
জানা গেছে, রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের মো. আজমাইন ফাইকের (রোল ১৫৩৩৮৬)। শুক্রবার যথাসময়ে পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁর পরিবর্তে নবম শ্রেণি পাস আব্দুস সোবহানকে পরীক্ষা দিতে দেখে তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, পরীক্ষার্থী আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন, তা নিয়ে অনুসন্ধান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুস সোবহান প্রক্সির বিষয়টি স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।