‘একটি গুপ্ত ছাত্র সংগঠন হত্যাকাণ্ড নিয়ে নাটকীয়তা করছে’ | কারিগরি নিউজ

‘একটি গুপ্ত ছাত্র সংগঠন হত্যাকাণ্ড নিয়ে নাটকীয়তা করছে’

অপরাধীর দলমত দেখা যাবে না, সে যে-ই হোক, তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

#মিটফোর্ড হত্যাকাণ্ড #ছাত্রদল

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার আমরাও চাই। কিন্তু একটি গুপ্ত সংগঠন এই হত্যাকাণ্ড নিয়ে নাটকীয়তা করছে।

শনিবার রাত সাড়ে ৮টায় ইনিস্টিউট ক্যাম্পাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, তারা শুধু মাত্র বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই খুনির পরিচয় সে শুধুই খুনি, তার কোনো দল নেই। আমরা খুনির বা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।

তারা আরও বলেন, অপরাধীর দলমত দেখা যাবে না, সে যে-ই হোক, তার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া তারেক জিয়াকে নিয়ে কটূক্তি শ্লোগান দেয়ায়-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। শেষে সোহাগ হত্যার সঙ্গে জড়িত সবার কঠোর শাস্তি দাবি করেন তারা।

পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রনেতা শাহরিয়ার রাফি, তুরাগ মাহমুদ ও সাঈফ আরাফাতের নেতৃত্বে মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হাতে মশাল নিয়ে ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মিটফোর্ড হত্যাকাণ্ড #ছাত্রদল