এসএসসি পরীক্ষার্থীদের একাংশের আন্দোলনের ডাক | এসএসসি/দাখিল নিউজ

এসএসসি পরীক্ষার্থীদের একাংশের আন্দোলনের ডাক

`২০১৮ খ্রিষ্টাব্দের আগে যে রকম আলাদা আলাদা পাস মার্ক ছিলো না। তাই আমরা ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষায় আমরা এইভাবে রেজাল্ট মূল্যায়ন চাই। এ দাবিতে আগামী ২৫ মে ঢাকা শিক্ষা ভবনে সামনের চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি। সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরা হবে।'

ফাইল ছবিফাইল ছবি

পরীক্ষায় তত্ত্বীয় ও বহুনির্বাচনি অংশে আলাদা পাসের নিয়ম বাদ দিয়ে দুটো মিলিয়ে পাস দেয়া এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা পদ্ধতি চালুর দুই দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের একাংশ। এই দাবিতে আগামী রোববার (২৫ মে) শিক্ষা ভবনের সামনে সমাবেশ করবেন তারা। বৃহস্পতিবার (২২ মে) এই কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের একাংশ।

রাজধানীর ঢাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষায় অংশ এক শিক্ষাথী বলেন, ২০১৮ খ্রিষ্টাব্দের আগে যে রকম আলাদা আলাদা পাস মার্ক ছিলো না। তাই আমরা ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষায় আমরা এইভাবে রেজাল্ট মূল্যায়ন চাই। এ দাবিতে আগামী ২৫ মে ঢাকা শিক্ষা ভবনে সামনের চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি। সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরা হবে।

এই বিষয়টি বিবেচেনায় নিয়ে সরকার যেন পদক্ষেপ নেয়, তাই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এই শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে শেষ হয়। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।

এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। তবে এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। শুধু তা-ই নয়, বিগত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

বোর্ড সূত্রে জানা যায়, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলো ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২০২৩ খ্রিষ্টাব্দে ছিলো ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, ২০২২ ছিলো ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন এবং ২০২১ খ্রিষ্টাব্দে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ খ্রিষ্টাব্দে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠানসংখ্যা ১৮ হাজার ৮৪টি।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি এবং প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।