ইবির ছাত্র রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া | বিশ্ববিদ্যালয় নিউজ

ইবির ছাত্র রাজনীতিতে পরিবর্তনের ছোঁয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও লেগেছে পরিবর্তনের ছোয়া। ক্যাম্পাসের রাজনৈতিক সংগঠনগুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীক পুরনো মিছিলের সংস্কৃতি বাদ দিয়ে স্বেচ্ছাসেবা মূলক কাজের প্রতিযোগিতা শুরু করেছেন।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ইবি

ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত বছরের আগষ্টে পতন হয়েছে আওয়ামীলীগ সরকারের। এর পরে পরিবর্তন এসেছে সারা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতেও লেগেছে পরিবর্তনের ছোয়া। ক্যাম্পাসের রাজনৈতিক সংগঠনগুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীক পুরনো মিছিলের সংস্কৃতি বাদ দিয়ে স্বেচ্ছাসেবা মূলক কাজের প্রতিযোগিতা শুরু করেছেন। ছাত্র সংগঠনগুলোর এমন কাজের প্রশংসা করছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সক্রিয় প্রায় আটটি ছাত্রসংগঠন রয়েছে। এর মধ্যে বিগত আওয়ামী সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীকে প্রকাশ্যে নানাবিধ কর্মসূচি করতে দেখা গেছে। অন্যান্য ছাত্রসংগঠনগুলোর ক্যাম্পাসে প্রবেশে ছাত্রলীগ কর্তৃক ছিলো অলিখিত নিষেধাজ্ঞা। ফলে ক্যাম্পাসে ঢুকতে না পেরে একপ্রকার চুপিসারেই ক্যাম্পাসের বাইরে থেকে কর্মসূচি পালন করতে দেখা গেছে তাদের। দলীয় কর্মসূচি করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে ছাত্রলীগের কাছে হেনস্তার শিকার হয়েছেন বলে জানা যায়।

এছাড়া প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নকে হেল্প ডেস্ক স্থাপন, উপহার সামগ্রী প্রদান, বাইক সার্ভিস ও স্বাগত মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। তবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা ক্যাম্পাসে তাৎক্ষণিক স্বাগত মিছিল বের করতো। এতে ক্যাম্পাসে আসা নবীন শিক্ষার্থীদের মাঝে একরকমের আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা গেছে। এসব মিছিলে হলের নবীন শিক্ষার্থীদের জোর করে অংশগ্রহণ করানোর অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্রলীগের বিরুদ্ধে আবাসিক হলের গণরুমে ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ছিলো নিত্য ঘটনা।

তবে গতবছরের ৫ আগষ্টে আওয়ামী সরকারের পতনের পরে পাল্টেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চিত্র। একসময় ছাত্রলীগের কাছে নির্যাতন ও হেনস্তার শিকার হওয়া ছাত্র সংগঠনগুলিকে এখন প্রকাশ্যেই তাদের কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রলীগ ছাড়া অন্য সকল ছাত্র সংগঠনগুলো স্বতস্ফুর্ত অংশগ্রহণ করছেন। এতে রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার করছে বলে জানান তারা। বিশেষ করে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে স্বাগত মিছিলের সংস্কৃতি বাদ দিয়ে সংগঠনগুলোকে স্বেচ্ছাসেবী কাজের প্রতিযোগিতা করতে দেখা গেছে। এছাড়াও বন্ধ করা হয়েছে অধিকাংশ হলের গণরুম। এতে বন্ধ হয়েছে ম্যানার শেখানোর নামে র‍্যাগিংয়ের সংস্কৃতিও।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইসলামী বিশ্ববিদ্যালয় #ইবি