বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী, আবাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় (প্রাথমিক অনুমতি প্রাপ্ত) শূন্যপদে ১জন সুপারিনটেনডেন্ট, ০১জন সহ: সুপারিনটেনডেন্ট, ১জন ইবতেদায়ী প্রধান, ০১জন সহ: সুপারিনটেনডেন্ট, ১জন ইবতেদায়ী প্রধান, ০১জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ০১জন নৈশ প্রহরী, ০১জন পরিচ্ছন্নতা কর্মী ও ০১জন আয়া নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সকল সনদের সত্যায়িত কপি, ৪ কপি ছবি, এনআইডি এর কপি, নাগরিকত্ব সনদ সহ সভাপতি বরাবর আবেদন করিবার জন্য অনুরোধ করা গেল।
যোগাযোগ: -সভাপতি, আবাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, পোঃ শ্রীপুর বাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা
মোবাইল: সভাপতি- 01819431435, সুপার ভারপ্রাপ্ত- 01818535821