গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা: চট্টগ্রামের ৪ কেন্দ্রে অনুপস্থিতি ১৩ শতাংশ | পরীক্ষা নিউজ

গুচ্ছের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা: চট্টগ্রামের ৪ কেন্দ্রে অনুপস্থিতি ১৩ শতাংশ

এ পরীক্ষায় চট্টগ্রামের ৪টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৩ দশমিক ৭২ শতাংশ ও উপস্থিত ছিলেন ৮৭ দশমিক ২৮ শতাংশ।

#ভর্তি #পরীক্ষা #গুচ্ছ ভর্তি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় চট্টগ্রামের ৪টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১৩ দশমিক ৭২ শতাংশ ও উপস্থিত ছিলেন ৮৭ দশমিক ২৮ শতাংশ।

শুক্রবার (৯ মে) চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর অধীন তিনটি উপকেন্দ্র: ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাহাড়তলী কলেজে ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. খ. নূরুল ইসলাম।

সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, এবার সিভাসুসহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিল ৫ হাজার ৪৩ জন। উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ২৮ শতাংশ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ভর্তি #পরীক্ষা #গুচ্ছ ভর্তি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়