ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা বেশি নষ্টের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বিগত সরকারের সময় এই টাকা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার (২ জুলােই) সকালে অভিযোগের অনুসন্ধানে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াতকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এছাড়া, তলবে আরও হাজির হয়েছেন, নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং ওই সময়ের সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ টাকার ইভিএম ক্রয় করে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো
মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।