ববির সাবেক রেজিস্ট্রারের দুর্নীতি খুঁজতে মাঠে নেমেছে দুদক | বিশ্ববিদ্যালয় নিউজ

ববির সাবেক রেজিস্ট্রারের দুর্নীতি খুঁজতে মাঠে নেমেছে দুদক

অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছে দুদক।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #ববি #রেজিস্ট্রার

মো. মনিরুল ইসলাম। ছবি : দৈনিক শিক্ষাডটকমমো. মনিরুল ইসলাম। ছবি : দৈনিক শিক্ষাডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছে দুদক।

দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম হাওলাদারের স্বাক্ষরিত চিঠিতে মনিরুল ইসলামের রেজিস্ট্রার থাকাকালীন সময়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নথি সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

দুদক থেকে যেসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে-

১. ২০১৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রেজিস্ট্রার পদে নিয়োগের যাবতীয় কাগজপত্র। এর মধ্যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রার্থীদের তালিকা (সামারি সিট), সিলেকশন বোর্ডের সুপারিশ ও প্রতিবেদন এবং প্রার্থীদের দাখিল করা অন্যান্য প্রাসঙ্গিক নথি।

২. রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যকালে সেকশন অফিসার, কম্পিউটার অপারেটর, এমএলএসএস ও গার্ডেনার পদে নিয়োগ সংক্রান্ত সকল প্রকার রেকর্ডপত্র।

৩. বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের গাড়ি ব্যবহারের রেজিস্টার বা লগ বই।

৪. ২০১৮ খ্রিষ্টাব্দে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন।

দুদকের চিঠিতে এই সকল রেকর্ডপত্র গত ১২ মে, ২০২৫ তারিখের মধ্যে তাদের কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #ববি #রেজিস্ট্রার