সাত কলেজের প্রশাসক হচ্ছেন চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ পাওয়া অধ্যাপক ইলিয়াস | কলেজ নিউজ

সাত কলেজের প্রশাসক হচ্ছেন চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ পাওয়া অধ্যাপক ইলিয়াস

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। আজকালের মধ্যে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রসঙ্গত, এ ধরনের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

#ঢাকা কলেজ #সাত কলেজ #জনপ্রশাসন মন্ত্রণালয় #ইউজিসি

অধ্যাপক এ কে এম ইলিয়াসঅধ্যাপক এ কে এম ইলিয়াস

নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে ঢাকার সরকারি সাত কলেজের কার্যক্রম। এই কার্যক্রমে প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ পাওয়া অধ্যাপক এ কে এম ইলিয়াস।

এ জন্যই তাকে আগামী দুই বছরের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এখন তাকেই প্রশাসক করা হবে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াস (পরিচিতি নম্বর: ০১০৪)-কে তাঁর অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ইউজিসি ও সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, দুই বছরের জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে (চুক্তিভিত্তিক) অধ্যাপক এ কে এম ইলিয়াসকে নিয়োগ দেয়া হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় তাকে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। এ নিয়োগ প্রক্রিয়ার মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের পৃথকীকরণের মাধ্যমে নতুন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পথে অগ্রযাত্রা শুরু হবে।

সাত কলেজের অন্তবর্তীকালীন প্রশাসক নিয়োগের বিষয়ে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, প্রশাসক নিয়োগের বিষয়টি ও চুক্তিভিত্তিক। এখানে চুক্তির কপিতে সই করতে হয়। এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি হবে। আর নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক হিসেবে এখন থেকে কার্যক্রম শুরু হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা কলেজ #সাত কলেজ #জনপ্রশাসন মন্ত্রণালয় #ইউজিসি