সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকার অনুমোদিত মাত্র ২৩ টি বেসরকারি টিটি কলেজ থেকে বিএড সনদ অর্জনকারীরা উচ্চতর স্কেল পাবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এই চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জানুয়ারির পত্রে উল্লেখ করা হয়েছে যে, সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের আদেশ এবং কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ রায়ের পূর্বে পিটিশনারদের ২৩টি কলেজ হতে বি এড ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীদের বিএড স্কেল প্রদান করে আসছে। এখন হাইকোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ নিষ্পত্তির আদেশ এবং কনটেম্পট পিটিশন নং ১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে ২৩টি কলেজের নামের তালিকা প্রকাশপূর্বক পূর্বের ন্যায় পত্র জারি করা প্রয়োজন। অন্যথায় ১৫,০৫, ২০১৮ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পত্রের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল মামলা নং ৯৯/২০১৪ আদেশ উপেক্ষা করে বেসরকারি ২৩টি বিএড কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের বিএড সনদের বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরুপ হবে। ফলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। এই চিঠি জারির ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্য বেসরকারি বিএড কলেজের সনদধারীরা অনিশ্চয়তা পড়েছেন।
সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে সরকারি টিটি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকার অনুমোদিত যে ২৩টি বেসরকারি টিটি কলেজের কথা বলা হয়েছে তার মধ্যে চালমান ১৭ কলেজের তালিকা নিন্মরূপ:
(১) হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ, সাতক্ষীরা, 01712976689, hwattc@gmail.com
(২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, ১৮৬/এ, নিউ পল্টন লাইন, আজিমপুর, ঢাকা, 01556321525, 01786088555, mahanagarttcollege@gmail.com
(৩) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা-০১৯২৩১০৫৩২৯, ০১৯১২৯৫৬৯৬১, ০১৭২০৫১৫৩২৫, aikttcollege@gmail.com
(৪) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, 01814385191, 01713039743 hicehajigonj@gmail.com
(৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, 01720621733, pttc1223@gmail.com
(৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, 01717388625, bced1139@gmail.com
(৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, 01711-423592, mmttc2002@gmail.com
(৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, 01736-204413, joybedcollege@gmail.com
(৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, 01714-729613, munsurahmed1960@gmail.com
(১০) বগুড়া বি.এড কলেজ, করতোয়া সড়ক, চকলোকমান, বগুড়া, 01711-363528, bedBogura2748@gmail.com
(১১) দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, অধ্যক্ষ: 01712-044545, অফিস: ০১৭৭১০৩৯৫৭৫, dttcpatuakhali@yahoo.com
(১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, 01819014546, coxcttc@gmail.com
(১৩) পরশ পাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ সিপিজেড, চট্টগ্রাম।
সেল: 01711146925, ফেসবুক লিংক: Parash Pathor B.Ed College, ppttc4394@gmail.com
(১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, 01714-573600,
(১৫) শিক্ষক প্রশিক্ষণ কলেজ, পালবাড়ী, যশোর- 01716-319726, mokbulhossen1977@gmail.com
(১৬) উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর-01712311326
(১৭) মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ জি একাডেমি, এম আর রোড, মাগুরা, 01719730650(অফিস)