বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর সেন্টার ফর মডার্ন ল্যাংগুয়েজেস কর্তৃকপরিচালিত অ্যারাবিক, ফ্রেঞ্চ, চাইনিজ, ইংলিশ, জার্মান, কোরিয়ান, জাপানিজ ও তার্কিস ল্যাংগুয়েজ এর এলিমেন্টারি- এ১ (১.১ & ১.২) কোর্স ও অ্যারাবিক, ফ্রেঞ্চ, ইংলিশ ও চাইনিজ এর লেভেল-১ এ১ (১.৩ & ১.৪) কোর্স, ডিপ্লোমা (এ২) ইন অ্যারাবিক ও ফ্রেঞ্চ কোর্স এবং অ্যাডভান্স ডিপ্লোমা (বি১) ইন অ্যারাবিক ও ফ্রেঞ্চ ভাষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভর্তি শুরু হয়েছে ২১ মে থেকে এবং ৮ জুলাই এর মধ্যে ভর্তি হওয়া যাবে।
বিইউপি'র ওয়েবসাইট লিংক: www.bup.edu.bd
বিস্তারিত নিচে দেখুন-