হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিন আজ বুধবার। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সি ইউনিটের অধীনে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেয়া একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল। সময়মতো পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এ বছর হাবিপ্রবির বিভিন্ন ইউনিটে প্রায় ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘সি’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার ৮৪৯ জন।
একই দিনেই আরও দুটি ধাপে ‘ডি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ও বেলা ৩টায় দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।