নটর ডেম, হলি ক্রস কলেজে এবারও লিখিত পরীক্ষায় ভর্তি | ভর্তি নিউজ

নটর ডেম, হলি ক্রস কলেজে এবারও লিখিত পরীক্ষায় ভর্তি

নিজেদের স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হয়।

#ভর্তি #লিখিত পরীক্ষা #নটরডেম কলেজ #হলি ক্রস কলেজ

দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সেরা কোনো প্রতিষ্ঠানের তালিকা করা হলে সামনের দিকে যেসব প্রতিষ্ঠানের নাম আসবে তার মধ্যে অন্যতম রাজধানীর নটর ডেম, হলিক্রস কিংবা সেইন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দেশের স্বনামধন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজক ও সদস্যরা। বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল, দেশ-বিদেশের নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কিংবা সামনের সারিতে থাকা, শীর্ষ সরকারি-বেসরকারি চাকরি কিংবা অন্য যেকোনো সূচকে সামনের সারিতেই থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশ করা হবে। তথ্যমতে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। দেশের অধিকাংশ কলেজে সরকার নির্ধারিত লটারি পদ্ধতির মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তবে ব্যতিক্রম হিসেবে নিজেদের স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। এসব কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হয়।

ঢাকার মতিঝিলে অবস্থিত নটর ডেম কলেজে গত বছর তথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিলো বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যমে-১ হাজার ৮১০, ইংরেজি ভার্সনে-৩১০, মানবিক বিভাগে-৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে-৭৬০টি। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিলো বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫ দশমিক ০০, মানবিক বিভাগ: জিপিএ-৩ দশমিক ০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪ দশমিক ০০। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ দশমিক ৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩ দশমিক ৫০। ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যাঁরা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাঁদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। ওয়েবসাইট: www.ndc.edu.bd

ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত হলি ক্রস কলেজে গত বছর তথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিলো বিজ্ঞান বিভাগ-৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ-২৭০ ও মানবিক বিভাগ-২৬০টি। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিলো বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ দশমিক ০০ পেতে হবে ও এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; মানবিক বিভাগে জিপিএ ৩ দশমিক ০০ হতে ৫ দশমিক ০০ পেতে হবে এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪ দশমিক ০০ হতে ৫ দশমিক ০০ পেতে হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ দশমিক ০০ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘মানবিক’ বিভাগে এবং বিজ্ঞান বিভাগের ৪ দশমিক ২৫ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

এসএসসি পরীক্ষায় ২০২৪ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে— বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান। এই কলেজে আবেদনের শর্ত হলো বিবাহিত ছাত্রীরা আবেদন করতে পারবেন না। ওয়েবসাইট: www.hcc.edu.bd

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিলো বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন-৪২০, ইংরেজি ভার্সন–৯০, ব্যবসায় শিক্ষা বিভাগ-৯০ ও মানবিক বিভাগ-৭০টি। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিলো বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭৫ এবং মানবিক বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ০০; বিজ্ঞান থেকে মানবিক বিভাগ-ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ০০ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭৫ ।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয় এসএসসি পরীক্ষায় ২০২৪ খ্রিষ্টাব্দের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং এবং মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ছাত্র নির্বাচন করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘বিজ্ঞান’ বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে পরীক্ষা দিতে হবে। ওয়েবসাইট: www.sjs.edu.bd

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিলো বিজ্ঞান বিভাগ-৩০০, মানবিক বিভাগ-৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ-৮০টি। ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিলো বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-৪ দশমিক ৭৮; ব্যবসায় শিক্ষা: বাংলা মাধ্যম, জিপিএ-৩ দশমিক ৫০; মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-২ দশমিক ৩০। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ দশমিক ০০ ও তদূর্ধ্ব, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ-৩ দশমিক ০০ ও তদূর্ধ্ব, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩ দশমিক ০০ ও তদূর্ধ্ব।

বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, আইসিটি, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ। কলেজটিতে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘বিজ্ঞান শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘ব্যবসায় শিক্ষা শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ওয়েবসাইট: www.sghscdhaka.edu.bd

লটারিভিত্তিক কলেজগুলোতে আবেদন প্রক্রিয়া যেমন আলাদা, তেমনি লিখিত পরীক্ষা নেয়া চারটি কলেজের নিয়ম-কানুনও বিশেষভাবে অনুসরণযোগ্য। নিজ নিজ লক্ষ্য অনুযায়ী প্রস্তুতি ও সিদ্ধান্ত নেয়াই ভর্তির সাফল্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ভর্তি #লিখিত পরীক্ষা #নটরডেম কলেজ #হলি ক্রস কলেজ