চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমান শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আগামী ২৩ জুলাই আসন খালি থাকা পর্যন্ত তাদের ভর্তি নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর লেভেল-১ স্নাতক কোর্সের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা হতে ৯ ও ১০ এপ্রিল প্রথম পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়। তাদের প্রাপ্ত বিভাগ ও বিভাগওয়ারী খালি আসনের সংখ্যা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (admissioncuet.ac.bd) দেয়া হয়েছে।
প্রথম পর্যায়ে ভর্তির পর আসন খালি থাকায় নির্ধারিত মেধাক্রমধারী প্রার্থীদের আগামী ২৩ এপ্রিল ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহের মেধা তালিকামেধাক্রম: ১৫০১ থেকে ২৫০০ এবং স্থাপত্য বিভাগের মেধাক্রম ১০১ থেকে ১৫০ পর্যন্ত ডাকা হয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে।
মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত শিক্ষার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি প্রার্থী উপস্থিত হলে প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী একটি তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে এ তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য প্রার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।