আগরপুর ডিগ্রি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি | বিজ্ঞাপন নিউজ

আগরপুর ডিগ্রি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই।

#কলেজ #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরির-খবর

সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আগরপুর কলেজে লঘু সঙ্গীত বিষয়ের সৃষ্ট পদে প্রভাষক (বেতন কোড-০৯), পদার্থ, রসায়ন ও উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের গবেষণাগার/ল্যাব সহকারী (বেতন কোড-১৮) এবং নৈশ প্রহরী (বেতন কোড-২০) শুন্য পদে ১ জন করে লোক নিয়োগ করা হবে। ল্যাব সহকারী পদের জন্য কম্পিউটারে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ, বরাবর রূপালী ব্যাংক লিঃ, আগরপুর, বরিশাল শাখার অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ১৮ মে, ২০২৫ তারিখের মধ্যে যথাযথ কাগজপত্রের সত্যায়িত কপিসহ দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন করার প্রয়োজন নেই।

যোগাযোগ: অধ্যক্ষ, আগরপুর ডিগ্রি কলেজ, আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।

#কলেজ #নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #চাকরির-খবর