মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। আর ফি জমা দেয়ার শেষ সময় ২২ এপ্রিল পুনঃনির্ধারণ করা হলো।
এতে আরো বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
এর আগে, গত ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন আলিম পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে শেষ ১২ আগস্ট।