ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রের মৃত্যুতে সব ক্লাস বন্ধ | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রের মৃত্যুতে সব ক্লাস বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আহসান খান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আহসান খান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৭ জুলাই) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাকে নরসিংদীর পলাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মেধাবী ছাত্র আহসান খানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

মরহুম আহসান খানের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ৯ জুলাই বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রয়াত শিক্ষার্থীর স্মরণে আজ ইসলামিক স্টাডিজ বিভাগে শোক পালন করা হবে এবং বিভাগের সব ক্লাস বন্ধ থাকবে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্র