শনিবার খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান | স্কুল নিউজ

শনিবার খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান

এর আগে গত ১৭ মে একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিলো।

#স্কুল #শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে এই সাপ্তাহিক ছুটির দিনেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। এর আগে গত ১৭ মে একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিলো।

এর আগে, গত ১৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে গত ৭ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং অন্যান্য দপ্তর সংস্থা আলাদা আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকবে। এই ছুটির সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খোলা থাকবে।

প্রজ্ঞাপনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, এনসিটিবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক ছুটির এই দুই দিন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়।

১৪ মে মাউশি অধিদপ্তর জন প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের ঈদুল আজহার ছুটি সংক্রান্ত আদেশের কপি সংযুক্ত করে অধিদপ্তরাধীন সব শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠিয়েছে। এতে সই করেছেন মাউশি অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ১৭ ও ২৪ মে স্কুল-কলেজ খোলা রাখার আদেশের খবর চাউর হলে শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তাই সবার কাছে খোলাসা রাখতে অধিদপ্তর সরকারের সিদ্ধান্তের খবরটি অফিস আদেশ হিসেবে জারি করেছে। এখনও ওই দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে আর কোনো অষ্পষ্টতা রইলো না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #শিক্ষাপ্রতিষ্ঠান