পাবনার সাঁথিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে কক্ষ পরিদর্শককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক পরীক্ষার্থীর অভিভাবক মাসুদ হোসেনের বিরুদ্ধে। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় মঙ্গলবার ওই কেন্দ্রের কক্ষ পরিদর্শক সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোস্তারিয়া ইসলাম মাসুমা খন্দকার বাদী হয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগে জানা যায়, ২৭ এপ্রিল সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩০৩নং কক্ষে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তারিয়া ইসলাম। পরীক্ষার নির্ধারিত সময় শেষে খাতা গণনা অবস্থায় পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ হোসেন ভেতরে প্রবেশ করে শিক্ষিকা মোস্তারিয়া ইসলামকে হুমকি দিয়ে বলেন- আপনার কিন্তু চাকরি করে খেতে হবে। এর পরিণাম ভালো হবে না। ওই কক্ষে শিক্ষকের মেয়ে পরীক্ষা দিচ্ছিল। এ সময় ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রের ট্যাগ অফিসারকে অন্য কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত অভিভাবক শিক্ষক মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মেয়ে অভিযোগ করায় মোস্তারিয়া ইসলামকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেছি মাত্র।
এ বিষয়ে কেন্দ্র সচিব আজিবর রহমান বলেন, আমি জেনেছি ওই শিক্ষার্থী বারবারই অন্যের খাতা দেখে দেখে লেখে এবং দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। এসব কারণে তাকে বারবার সতর্ক করার পরও একই কাজ করায় কিছু সময়ের জন্য তার উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। বিষয়টি ওই মেয়ে তার বাবাকে জানালে শিক্ষক-অভিভাবক মাসুদ রানা ১৪৪ ধারা ভঙ্গ করে ভেতরে প্রবেশ করে কক্ষ পরিদর্শক মোস্তারিয়া ম্যাডামকে হুমকি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, দুপক্ষকে নোটিশ করে ডেকে নিয়ে কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।