জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকার কর্তৃক প্রদত্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) চাকুরী বিধি মোতাবেক আমিন উদ্দিন ও জহর আলী কলেজে জনবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও পদ সংখ্যা:
সৃষ্টপদে বিএসএস (পাস) কোর্সের জন্য-
বাংলা-০১, ইংরেজি-০১, রাষ্ট্রবিজ্ঞান-০১, সমাজবিজ্ঞান-০১, ইতিহাস-০১, অর্থনীতি-০১, দর্শন-০২ জন এবং বিএ (পাস) কোর্সের জন্য ইসলামের ইতিহাস-০২, সমাজকর্ম-০২ ও ইসলাম শিক্ষা-০২ জন করে প্রভাষক, বিবিএস (পাস) কোর্সের জন্য হিসাববিজ্ঞান-০২, ব্যবস্থপনা-০২ ও মার্কেটিং-০২ জন করে প্রভাষক, অফিস সহায়ক-০২ জন, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শূন্যপদে ল্যাব সহকারী (রসায়ন)-০১ জন, ল্যাব সহকারী (পদার্থবিজ্ঞান)-০১ জন, ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)-০১ জন ও আয়া-০১ জন নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: রামনগর, ডাকঃ পদ্মাতলা, উপজেলা ও জেলাঃ ঝিনাইদহ।
আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে ১,০০০ টাকার পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
- অধ্যক্ষ