অধ্যাপক ড. আজিজুল ইসলাম। ছবি : দৈনিক শিক্ষাডটকম
ছাত্রীকে ইমোতে ভিডিয়ো কল দেয়া, কল না ধরলে রেজাল্ট খারাপ করানো, কুরুচিপূর্ণ মেসেজ দেয়া, যৌন হয়রানির ইঙ্গিত করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগ উল্লেখ করে গত ২২ জুন বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন একই বিভাগের এক ছাত্রী।
মঙ্গলবার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় ক্যাম্পাসজুড়ে।
জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন বর্ষের প্রায় ডজনখানেক শিক্ষার্থী অভিযোগ দেন। পরে অভিযোগের প্রেক্ষিতে ওই শিক্ষককে বিভাগের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, আমি আপাতত আপসেট আছি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পরে আমরা নিয়মানুযায়ী একাডেমিক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে আমরা তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি বিভাগের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
অভিযোগে ওই ছাত্রী বলেন, স্যার আমাকে ইমোতে ভিডিয়ো কল দেন। আমি কল রিসিভ না করায় পরে অডিয়ো কল দেন। তখন তিনি বলেন, অনেকদিন তোমাদের দেখি না, তোমরা মোটা হয়েছো না চিকন হয়েছো দেখার জন্য ভিডিয়ো কল দিচ্ছি। তারপর উনি বলেন, তোমার কি কথা বলার লোক আছে? আমি বলি না নেই। তখন তিনি বলেন, এখন বলছো কেউ নেই, কিছুদিন পর তো দেখবো ক্যাম্পাসে কোনো ছেলের হাত ধরে ঘুরছো।
অভিযোগে তিনি আরো বলেন, স্যার ক্লাসে বিভিন্ন সময় আমাকে উদ্দেশ্য করে আজেবাজে ইঙ্গিত করে বাজে কথা বলেন। আমার উচ্চতা নিয়ে তিনি কুরুচিপূর্ণ জোকস করেন। আমি বিবাহিত হওয়ায় বিয়ের পর স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আমাকে বিভিন্ন মন্তব্য করেন। তিনি আমাকে সবার মাঝে ক্লাসে দাঁড় করিয়ে পিরিয়ড নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। যা আমার জন্য খুবই অপমানজনক। এভাবে বিভিন্ন সময় উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন এবং হুমকি দেন যে তার কোর্সে ভালো রেজাল্ট করতে পারবো না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।