জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
অটোপাসের মতো অযৌক্তিক কোনো দাবি মানা হবে না। দেশের শিক্ষাব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেয়া যাবে না। অটোপাস না দেয়ার ব্যাপারে তিনি দৃঢ় অভিব্যক্তি প্রকাশ করেন।
শনিবার (২৪ মে) ঢাকায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এ ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম শুরু হয়।
এ সময় ভিসি অধ্যাপক আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ইনকোর্স নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইনকোর্সের নামে শিক্ষা ব্যবস্থায় প্রহসন চলছে।
এজন্য ইনকোর্স বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্লাসে শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং উপন্থিতি বৃদ্ধির জন্য নানবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, সিদ্ধান্তহীনতা আর অব্যবস্থাপনার কারণে শুরু থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিত হয়নি। বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ নিয়ে ভাববার অবকাশ কারো ছিল না।
শিক্ষার্থীদের শিক্ষা লাভের পরবর্তী সময়ে ক্যারিয়ার গড়ে তোলার সহায়তার জন্য পদক্ষেপ হাতে নিয়েছি যাতে শিক্ষার্থীরা এ ধরণের প্রশিক্ষণ নেয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে কর্মক্ষম হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উন্নয়ন কর্মী বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।