একই সঙ্গে এই আবেদন উপজলো বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চূড়ান্ত অনুমোদনের জন্য ২০ মে-এর মধ্যে এইচএসপিতে পাঠাবেন বলে নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম ১ম বর্ষ এবং শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় পাঠানোর সময়সীমা ছিলো ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত।
কিন্তু বিশেষ বিবেচনায় এ সময়সীমা আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং পাঠানোর অপশন ১৫ মে রাত ১২ টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এছাড়াও সব উপজলো বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইচএসপিতে পাঠানোর সময় ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।