কারিগরির ষষ্ঠ থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত ফরম ১ থেকে ৩১ জুলায়ের মধ্যে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে এই আবেদন জমা দিতে হবে। প্রতিষ্ঠান থেকে পাওয়া আবেদন ও ডকুমেন্টসহ যাচাই-বাছাই করে মতামতসহ আবেদনের কপি ১০ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ নির্দেশনা সব প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রি-ভোকেশনাল ৬ষ্ঠ-অষ্টম শ্রেণি, এসএসসি, দাখিল, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি ও চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা দেয়ার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে অন্তর্ভুক্তির জন্য আবেদনের আহ্বান করা হয়েছে। ডিরেক্টর অব টেকনিক্যাল এডুকেশন স্কলারশিপ ম্যানেজেমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ডিটিই স্টিপেন্ড এমআইএস) আগে অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আবার আবেদনের দরকার নেই।
উপবৃত্তি কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করতে হবে। ১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজ আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আবেদনের দুই কপি জমা দিতে হবে।
আঞ্চলিক পরিচালকরা উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত আবেদন ও ডকুমেন্টসহ যাচাই বাছাই করে মতামতসহ আবেদনের হার্ডকপি ১০ আগস্টের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা নির্দেশিকা, ২০২৩ প্রতিপালন করতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।