শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ খ্রিষ্টাব্দের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
দুদিন পর তার মরদেহ দেশে নিয়ে আসা হয় এবং বনানী কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দলীয় ও পারিবারিকভাবে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ খ্রিষ্টাব্দের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মইনুল রোডের বাসা থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন আরাফাত রহমান কোকো।
২০০৮ খ্রিষ্টাব্দের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান কোকো। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন। মরহুমের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও দুই মেয়ে বর্তমানে লন্ডনে থাকেন।