ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর লাঠিচার্জের পর ঢাকা স্টেডিয়ামের চিত্র পাল্টে গেছে। স্টেডিয়ামের বাইরে আর জনসমাগম দেখা যাচ্ছে না। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শান্ত পরিবেশে ফিরে এসেছে স্টেডিয়ামের বাইরের অংশ। তবে পানির দাম নিয়ে দর্শকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দুই লিটার পানির দাম ৩০০ টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যার দিকে জাতীয় স্টেডিয়াম এলাকায় দেখা যায় এমন চিত্র। এর আগে সকাল থেকেই ভিড় করতে থাকেন ফুটবল ভক্তরা।
আরো পড়ুন: অভিষেক হচ্ছে সামিত সোমের, শুরুর একাদশে নেই জামাল
সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ দলের জার্সি পড়ে অনেকেই দলবেধে খেলা দেখতে এসেছেন। হাতে জাতীয় পতাকা, রয়েছে ব্যানার-ফেস্টুনও। সেখানে বিভিন্ন শ্লোগান-ও দেখা গেছে। একজনের ব্যানারে লেখা ‘হামজা-শোমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা’। আরেকজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কোটি মানুষের প্রাণের সুর; বাংলার ফুটবল ফিরে আসুক’।
আরেক ভক্তকে দেখা গেছে নিজের চুলের স্টাইলে হামজাকে অনুকরণ করতে। কেউ বলছেন, মিডফিল্ড ভালো হওয়ায় অ্যাসিস্ট করতে পারা অনেকেই আছেন দলে, তবে লক্ষ্যভেদ করতে হলে উইঙ্গারদেরও ভালো করতে হবে।
তর্কসাপেক্ষে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজা চৌধুরী, শোমিত শোম কিংবা ফাহমিদুল— মহাদেশীয় প্রতিযোগিতার শুরুটা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।