আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা | অন্তর্বর্তীকালীন সরকার নিউজ

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার (০২ জুলাই) সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

#আসিফ মাহমুদ #স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

বুধবার (০২ জুলাই) সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, তবে তার ভুল হয়েছে সাথে ম্যাগাজিন ক্যারি করা। ভুলে এটি বহন করেছেন তিনি। ইচ্ছাকৃত নয়। যা গতকালই বলেছি।

মুরাদনগরে নারী নির্যাতন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের সাথে সাথেই আইনের আওতায় আনা হয়েছে।

সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর চাল আমদানি করা হয়েছে ও আগের চেয়ে স্টকও প্রচুর এবং ফলন ভালো হওয়ার পরেও বাজারে দাম বেশি, তাই এটির দাম নিয়ন্ত্রণে আনতে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এরজন্য ছাড় দেয়া হবে না কাউকে এ কথা উল্লেখ করে এ উপদেষ্টা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুনের ভেতরে যেসব প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন নিয়ে কাজ করা হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#আসিফ মাহমুদ #স্বরাষ্ট্র উপদেষ্টা