আমের লোভ দেখিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১ | মাদরাসা নিউজ

আমের লোভ দেখিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

শুক্রবার (২ মে) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া পারনাটাবাড়ি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।

#কওমি মাদরাসা #মাদরাসা #শিক্ষার্থী

বগুড়ার ধুনট উপজেলায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে কওমি মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণচষ্টার অভিযোগে মানিক মিয়া (৩২) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিক মিয়া পারনাটাবাড়ি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পারনাটাবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (৮) স্থানীয় একটি কওমি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে ওই শিশু একই গ্রামে নানার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৯টায় মানিকের বাড়ির সামনের রাস্তায় পৌঁছে শিশুটি। এ সময় আম খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় মানিক। এরপর মানিক ওই শিশুকে ঘরের ভেতর ধর্ষণচেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে মানিক কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছে। আজ আসামি মানিককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে এবং জবানবন্দী রেকর্ড করার জন্য ভিকটিমকে বগুড়া আদালতে পাঠানো হবে।

#কওমি মাদরাসা #মাদরাসা #শিক্ষার্থী