রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
মিটফোর্ড হাসপাতাল এলাকার হত্যাকাণ্ডের ঘটনায় কিছু কিছু দল রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (জুলাই ১১) সকালে রাজধানীর উত্তরার কাওলাই মহানগর বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি এসময় বলেন সুশাসন প্রতিষ্ঠায় কোন দুষ্কৃতিকারী যদি দলের মধ্যে থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে।
কেউ অন্যায় করলে বিএনপি কখনো ছাড় দেয়নি, দেবে না। আইনের শাসনে ঐতিহ্য বহন করে বিএনপি উল্লেখ করে তিনি বলেন অনেকে স্থানে প্রশাসনের গাফেলতিও রয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।