পতিত আওয়ামী ফ্যাসিস্টরা পুনর্বহালের নতুন ফন্দি করেছেন। আর এতে বুঝে ও না বুঝে পা দিয়েছেন প্রশাসনের কতিপয় কর্তা। তথাকথিত বই মেলার আয়োজন করা হয়েছে। নির্যাতিত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা এর তীব্র বিরোধীতা করছেন বলেও জানা গেছে।
অভিযোগে বলা হয়, পাবনার সুজানগরের সাগরকান্দিতে তিনদিনব্যাপী নপম বই মেলার আয়োজন করেছেন আওয়ামী নেতাকর্মীরা। ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল এই মেলা চলবে। আমন্ত্রিতদের মধ্যে প্রশাসনের অনেকেই রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা জানান, জেলা প্রশাসনকে জানানো হয়েছে কথিত বইমেলার নামে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার উদ্যোগ এটা। তারা আশ্বাস দিয়েছেন এমনটা হবে না কিন্তু বাস্তবে দেখা গেছে সেটাই হচ্ছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূত্র জয় ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইএর অর্থায়নে প্রতিষ্ঠিত নপম ফাউন্ডেশন যাত্রা শুরু করে ২০১১ সালে। জয়বাংলা পুরস্কার দেওয়া হয় ২০২৩ সালে। আওয়ামী লীগ নেতা রেজাউল করীম এর নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে।
প্রশাসনের মতামত নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।