বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮৮ দশমিক ২৯ কোটি টাকার বাজেট অনুমোদন পেয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর মোট ৪৫৮ দশমিক ২৬ কোটি টাকার চাহিদা ভিত্তিক বাজেট প্রণয়ন করেছিলো, তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর পক্ষ থেকে ৩৮৮ দশমিক ২৯ কোটি টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়। এ সিলিংয়ের আলোকে বাজেট রিকাস্ট করে সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাকৃবির কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন।
২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে সরকারী অনুদান ধরা হয়েছে ৩৭৪ দশমিক ৯৯ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৩ দশমিক ৩০ কোটি টাকা। সবমিলিয়ে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৩৮৮ দশমিক ২৯ কোটি টাকা।
এই বাজেটে বেতন-ভাতা (বিশেষ সুবিধাসহ) খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮৩ দশমিক ৬৬ কোটি টাকা, পণ্য ও সেবা সহায়তা (সাধারণ) খাতে ৫৩ দশমিক ৫৯ কোটি টাকা, পণ্য ও সেবা সহায়তা (মেরামত ও সংরক্ষণ) খাতে ৯ দশমিক ২০ কোটি টাকা, পেনশন ও অবসর সুবিধা (বিশেষ সুবিধাসহ) বাবদ ১১৭ দশমিক ৫০ কোটি টাকা, গবেষণা অনুদান ১৫ দশমিক ৩৩ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ০ দশমিক ৭৫ কোটি টাকা, অন্যান্য অনুদান ২ দশমিক ৮২ কোটি টাকা এবং মূলধন অনুদান ৫ দশমিক ৪৫ কোটি টাকা।
এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেটে মোট ব্যয় অনুমোদিত হয়েছে ৩৭৯ দশমিক ১৯ কোটি টাকা, যা তুলনামূলকভাবে চলতি বছরের চেয়ে কম। তবে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট বরাদ্দে ৭ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।