ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে স্বাধীন বাংলাদেশের প্রথম ‘স্বৈরশাসকের’ প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে।
ঢাবির আইন বিভাগের ছাত্র এবং ঢাবি ছাত্রদলের সহ আইন সম্পাদক কাওছার হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এক বলেন, গত সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেখ মুজিবের ম্যুরালটা আমরা কালো কালি দিয়ে রঙ করে দিই। গতকাল রাতে কে বা কারা যেনো এটা মুছে দিয়ে যায়।
এটার প্রেক্ষিতে আমরা আইনের বিভাগের শিক্ষার্থীরা ম্যুরালটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিই। ফেসবুক পোস্ট দেয়ার পর আওয়ামী সমর্থকরা আমাকে আর আমার পরিবারকে নানা হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।
তিনি বলেন, আমি চেয়েছিলাম শুধু আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়েই ম্যুরালটা ভাঙা হবে৷ কিন্তু তাদের থ্রেটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে ম্যুরালটা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।
তার পূর্ব ঘোষণার প্রেক্ষিতে আজ ঢাবির আইন বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আজ শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেন।