মিটফোর্ডে হত্যার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি | বিশ্ববিদ্যালয় নিউজ

মিটফোর্ডে হত্যার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

‘এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়—এটি মানবতা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সোহাগের মৃত্যু আমাদের বিবেকের মৃত্যু। এই ঘটনার বিচার না হলে সমাজে ন্যায়ের জায়গা আরও সংকুচিত হবে।’

#মিটফোর্ড হত্যাকাণ্ড #মেরিটাইম বিশ্ববিদ্যালয়

ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে ব্যবসায়ী মো. সোহাগকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শনিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয়। যা বিকেলে পর্যায়ক্রমে সমাবেশ ও মিছিলে রূপ নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত মো. সোহাগের কাছে স্থানীয় যুবদল নেতাকর্মীরা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে পাথর দিয়ে মাথায় আঘাত করা হয় এবং প্রকাশ্যে নির্মমভাবে তাকে হত্যা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়—এটি মানবতা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সোহাগের মৃত্যু আমাদের বিবেকের মৃত্যু। এই ঘটনার বিচার না হলে সমাজে ন্যায়ের জায়গা আরও সংকুচিত হবে।

শিক্ষার্থীরা দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও খুন-খারাবির বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব অপরাধ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে।

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। একইসঙ্গে, রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয় চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য।

সমাবেশ-পরবর্তী বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেঘনা ভবনের সামনে থেকে শুরু হয়ে মিরপুর-১২ ও সাড়ে-১১ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মেঘনা ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন স্থানে টাঙানো বিএনপির একটি দলীয় ব্যানার সরিয়ে ফেলেন। শিক্ষার্থীদের মতে, এই ব্যানার অপসারণ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে তাদের প্রতীকী প্রতিবাদ।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সোহাগ হত্যার বিচারই দাবি করেননি, বরং দেশের সার্বিক মানবাধিকার, ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিয়েও সচেতনতার বার্তা দেয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মিটফোর্ড হত্যাকাণ্ড #মেরিটাইম বিশ্ববিদ্যালয়