নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের: ইইউ রাষ্ট্রদূত | বিবিধ নিউজ

নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের: ইইউ রাষ্ট্রদূত

নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে কোনো চাপ নাই জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, টেকসই বাংলাদেশ নির্মাণে সংস্কার গুরুত্বপূর্ণ। আশাকরি রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে একত্রে কাজ করবে।

#অন্তর্বর্তীকালীন সরকার #নির্বাচন #বাংলাদেশ

জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। তবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা দরকার বলে মনে করেন তিনি।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকাব টকে এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে তাদের পক্ষ থেকে কোনো চাপ নাই জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, টেকসই বাংলাদেশ নির্মাণে সংস্কার গুরুত্বপূর্ণ।

আশাকরি রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে একত্রে কাজ করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত‍্যেকের বিচার স্বচ্ছতার সঙ্গে দেখতে চায় ইইউ।

অপর এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, ইইউতে পাচার হওয়া অর্থ যদি বর্তমান সরকার ফেরত আনতে চায়, তবে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ‍্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে বলেন তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#অন্তর্বর্তীকালীন সরকার #নির্বাচন #বাংলাদেশ