বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত | বিবিধ নিউজ

বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

‘ইতোমধ্যে মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। তবে পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিলো। এই ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছি। আমি এর সঙ্গে জড়িত না।’

#শিক্ষা কর্মকর্তা

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। ছবি : দৈনিক শিক্ষাডটকমপ্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। ছবি : দৈনিক শিক্ষাডটকম

নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট বিদ্যালয় ও জেলা শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরের জুলাই ও ডিসেম্বর কিস্তিতে বারহাট্টা উপজেলার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করা হয়। বিষয়টি অনুসন্ধানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে জানতে পেরেছি। তবে পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিলো। এই ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছি। আমি এর সঙ্গে জড়িত না।’

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম জানান, জেলার বারহাট্টার হরিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোন অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের ঘটনায় মন্ত্রণালয় উপজেলার শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে। মঙ্গলবার কাগজপত্র পেয়ে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

#শিক্ষা কর্মকর্তা