কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের | কারিগরি নিউজ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন, এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিক্ষোভ #ইঞ্জিনিয়ারিং কলেজ #অধিভুক্তি #আন্দোলন

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দ্রুত দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন, এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

পরে তাদের দাবি নিয়ে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। দ্রুত দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৪ মে কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিলসহ নয় দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করে প্রতীকী প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সে সময়ও ৪৮ ঘণ্টার

মধ্যে দাবি পূরণের লিখিত সিদ্ধান্ত না দিলে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে কয়েকদিন আগে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিস্কার করা হয়। এরপর সে আত্মহত্যা করে। কম্পাইন্ড সিস্টেমে পরীক্ষার কারণে সে চাপ সামাল দিতে না পেরে এমন কাজ করেছে বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৬ খ্রিষ্টাব্দের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীন সব কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত না হওয়ায় এবং এই কম্বাইন্ড একাডেমিক সিস্টেমের জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হয়ে আসছে। এসব ভোগান্তি নিরসনের লক্ষ্যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি দাবি করা হয়েছে।

তবে এবার সেই ৯ দাবি থেকে সরে এসে এক দাবি আদায়ে আন্দোলনে নামেন তারা।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #বিক্ষোভ #ইঞ্জিনিয়ারিং কলেজ #অধিভুক্তি #আন্দোলন