বাংলাদেশ কারগরি শিক্ষা বাের্ড এর ভােকেশনাল জনবল কাঠামো ও সরকারি বিধি মােতাবেক শূন্য পদে শিক্ষক নিয়ােগ দেওয়া হবে।
পদের বিবরণ
১. অধ্যক্ষ-১ জন
২. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১ জন
৩. ল্যাব এ্যাসিন্ট্যান্ট/শপ এ্যাসিস্ট্যান্ট/কম্পিউটার ল্যাব এ্যাসিস্ট্যান্ট
(ক) এগ্রো বেসড ফুড,( খ) জেনারেল ইলেক্ট্রিক্যাল, (গ) বিল্ডিং মেইনটেইনেন্স, (ঘ) কম্পিউটার ও আইটি সাপোর্ট, (ঙ) এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, (চ) ফুড প্রসেসিং এ্যান্ড ফিজারভেশন, (ছ) রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং, (জ) জেনেরাল ইলেক্ট্রনিক্স) প্রতি ট্রেড অনুযায়ী ১
৪. বিজ্ঞান ল্যাব এ্যাসিস্ট্যান্ট-১ জন
৫. পরিচ্ছন্নতা কর্মী- ১ জন
৬. আয়া-১ জন
আবেদনের শেষ সময় : বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে।