মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন | স্কুল নিউজ

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন

আমার সবার কাছে নতুন বছরের প্রথম দিনে দোয়া কামনা করছি। আমরা যেনো সব ভেদাভেদ ভুলে সুন্দরের পথে এগিয়ে যেতে পারি।

#নববর্ষ #স্কুল

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ অনুষ্ঠান চলেছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মিলে বিভিন্ন খাবারের স্টল তৈরি করেন। বিভিন্ন ধরনের পিঠাসহ খাবারের আইটেম ছিলো এ অনুষ্ঠানের অন্যতম আয়োজন।

এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক জিন্নাত ফারহানার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানান।

প্রধান শিক্ষক ফারহানা বলেন, আমার সবার কাছে নতুন বছরের প্রথম দিনে দোয়া কামনা করছি। আমরা যেনো সব ভেদাভেদ ভুলে সুন্দরের পথে এগিয়ে যেতে পারি। এই প্রতিষ্ঠানের সফলতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সবার কাছে সেই দোয়া কমনা করছি।

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন

সভাপতি মো. মোকছেদুর রহমান আবির বলেন, এই অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ঠিক থাকে ও শিক্ষার পরিবেশ বজায় থাকে সে চেষ্টা করবো। গত ফ্যাসিস্ট সরকার যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলো, আমরা সেটা করবো না। আমরা শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে তাই করবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোহানুর রহমান খোকন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান লস্কর রানা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মোকছেদুর রহমান আবির, অভিভাবক প্রতিনিধি মো. আব্দুল মান্নান, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ, মীরপুর গার্লস আইডিয়ার ল্যাবরেটরী ইনস্টিটিউট প্রধান শিক্ষক জিনাত ফারহানা। এ ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

#নববর্ষ #স্কুল