ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা।
এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৮-১০-২০২৪ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্তগুলো হলো-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে।
লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকার পরেও কেউ বিভিন্ন ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা করলে তার প্রতিরোধকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্য, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার ও ছাত্রত্ব বাতিল করা যেতে পারে; প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি বিধানের জন্য সুপারিশ করা হবে।
কেউ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে, কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ইত্যাদি অনৈতিক কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।