রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) দীর্ঘ চার বছর পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে, এতে প্রাণ চাঞ্চল্যতা ফিরেছে নেতা-কর্মীদের মাঝে। এরই মধ্যে বেশিরভাগ বিভাগ থেকে ছাত্রদলের যোগ দিতে ইচ্ছুক নেতা-কর্মীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গুরুত্বপূর্ণ পদের জন্য একাধিক নেতাও রয়েছেন আলোচনায়।
গত ১১ মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান ও তাইজুল ইসলামকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব দেয়া হয়।
দায়িত্ব পেয়েই তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের সাধারণ শিক্ষার্থী, বর্তমান নেতা ও পদ প্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় মিটিং করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান নেতৃত্ব আশা করছেন দ্রুতই তারা নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি দেবেন।
গুঞ্জন রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই এ বিশ্ববিদ্যালয় এবং রংপুরে সফর করবেন, সেই লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানা যায়।
জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য একাধিক নেতা দৌড়ঝাঁপ করছেন। এর মধ্যে জনপ্রিয়তা ও সাধারণ ছাত্রদের জন্য কাজ করে আলোচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান ও রাষ্ট্রবিজ্ঞানের ইয়ামিন।
ছাত্রদল নেতা জহির রায়হান পথচারী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টানা তিন দিন ইফতার বিতরণ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আলোচনায় আসেন। তার ইফতার বিতরণ কর্মসূচির সংবাদ কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করতে দেখা যায়।
অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়ামিনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ২০২৩ খ্রিষ্টাব্দে ইফতার কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের হাতে মারধরের শিকার হন।
যোগাযোগ করা হলে জহির বলেন, আমি স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি করে আসছি। আমি স্কুলে পড়াকালীন সময়ে রংপুর মহানগরের রাজনীতি করেছি। অনেক সময় গেছে বাড়িতে থাকতে পারিনি। আমার বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রদল ত্যাগীদের মূল্যায়ন করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, তাদের তো আগে ক্যাম্পাসের স্টোক হোল্ডারদের সঙ্গে বসতে হবে। ক্যাম্পাসের পরিস্থিতি বুঝতে হবে। আমাদের সঙ্গে বসলে আমরা ক্যাম্পাসের পরিবেশ তুলে ধরবো। সিন্ডিকেটের সিদ্ধান্ত ভঙ্গ হবে এমন কাজ না করার আহ্বান জানাবো তাদের।
এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খান বলেন, নতুন কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। খুব দ্রুত কমিটি প্রকাশ করা হবে। কমিটিতে অবশ্যই নিয়মিত শিক্ষার্থীরা স্থান পাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।