ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ভূমদক্ষিণ স্কুল অ্যন্ড কলেজে মনোরম পরিবেশে পাঠদানের জন্য নিম্নলিখিত বিষয়ে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম:
১. খন্ডকালীন শিক্ষক (আইসিটি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি/কম্পিউটার বিজ্ঞান/সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি। শিক্ষাদানে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২. খন্ডকালীন শিক্ষক (ইংরেজি)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি। শিক্ষাদানে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী ১৮ মে ২০২৫ খিষ্টাব্দের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় অথবা ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ:- প্রধান শিক্ষক, ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ, গ্রাম: ভূমদক্ষিণ, পো: জয়মন্টপ, উপজেলা : সিংগাইর, জেলা : মানিকগঞ্জ।
মোবাইল: 01826639331
ইমেইল: [email protected] খামের উপরে অথবা ইমেইলের বিষয় অংশে অবশ্যই পদের নাম ("খন্ডকালীন শিক্ষক - আইসিটি" অথবা "খন্ডকালীন শিক্ষক - ইংরেজি") উল্লেখ করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।