বায়োলজি বিষয়ে শিক্ষার্থীদের স্কুল পর্যায় থেকে হাতে-কলমে শিক্ষা দিতে হবে: সিকৃবি ভিসি | বিশ্ববিদ্যালয় নিউজ

বায়োলজি বিষয়ে শিক্ষার্থীদের স্কুল পর্যায় থেকে হাতে-কলমে শিক্ষা দিতে হবে: সিকৃবি ভিসি

বিভাগীয় কমিশনার বলেন, ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে।

#শিক্ষার্থী #সিকৃবি #উপাচার্য #স্কুল

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাণী সম্পদের খাদ্য চাহিদা পূরণে জীব বিজ্ঞান বিষয়ক গবেষণার বিকল্প নেই। তিনি বলেন মলিকুলার বায়োলজি বিষয়ে ছাত্র-ছাত্রীদের স্কুল পর্যায় থেকে হাতে-কলমে শিক্ষা দিতে হবে।

শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী।

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য দেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

বিভাগীয় কমিশনার বলেন, ছাত্র-ছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময়োপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে হবে। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য সারাদেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে ১১ অঞ্চলে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। এরমধ্যে সিলেট অঞ্চলে ১ হাজার ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। জীববিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে সিলেট অঞ্চল থেকে আসা কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারণায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভোর থেকেই মুখরিত ছিলো।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষার্থী #সিকৃবি #উপাচার্য #স্কুল