বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। নবীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৮ জন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির জন্য এটি এক বিরাট মাইলফলক, বিশেষ করে যখন দেশের অন্যান্য পুরনো ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাশে এই সাফল্য তুলনামূলকভাবে বিশিষ্ট হয়ে ওঠে।
২০১১ খ্রিষ্টাব্দে যাত্রা শুরু করা বরিশাল বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের অবস্থান শক্ত করছে। চলতি বিসিএসে সুপারিশপ্রাপ্তির দিক থেকে ববি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে—যা একটি বড় অর্জন বলে বিবেচিত।
জানা গেছে, গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এছাড়াও ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাকটর পদার্থ) এবং কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম-এ ৪ জন, ৪১তম- ৯ জন, ৪৩তম বিসিএস এ ১৪ জন সুপারিপ্রাপ্ত হয়েছিলেন। বিশেষ বিসিএস (৩৯ ও ৪২তম) হওয়ায় সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাননি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।