বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, অনলাইনে হেনস্থাসহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নেতা-কর্মীরা বলেন, প্রত্যেক ধর্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।
এ সময়ে তাদের হাতে, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আমি বাংলাদেশ, আমি লজ্জিত, বিভিন্ন লেখা সম্বলিত পোস্টার দেখা যায়।
ছাত্রদল নেতা মোহাম্মদ সিহাব বলেন, আজ দেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ সরকার নির্বিকার। বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকদের আরও সাহসী করে তুলেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—ধর্ষকদের কোনো দল-মত বা পরিচয় নেই। তারা সমাজের কলঙ্ক, মানবতার শত্রু।
রাজপথে কঠোর আন্দলনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল জোরালোভাবে দাবি জানায়—প্রত্যেক ধর্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ছাত্রদল নেতা মোশারফ হোসেন বলেন, আমরা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাই—ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। যে সমাজ নারীদের নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজ কখনোই উন্নত হতে পারে না।
মানববন্ধনে ছাত্রদল নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন মিজানুর রহমান, সাকিব আল হাসান, তৌসিফ আহমেদ প্রমুখ।