ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ | বিশ্ববিদ্যালয় নিউজ

ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বিকেলে তারা সড়ক অবরোধ করলে যা চলাচল বন্ধ হয়ে যায়

#বরিশাল বিশ্ববিদ্যালয় #অবরোধ #শিক্ষার্থী

ছবি : দৈনিক শিক্ষাডটকমছবি : দৈনিক শিক্ষাডটকম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশনের সঙ্গে ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে তারা সড়ক অবরোধ করলে যা চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় বিকেল ৪টার পর দক্ষিণাঞ্চলের অচল করে দেয়া হবে। সে ঘোষণা অনুযায়ী বিকেলে মহাসড়ক অবরোধ করা হলো।

গতকাল রাত থেকে ববি শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেন। আজ মঙ্গলবার দুপুরে অনশনে ৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তাদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা শেষে আবারো অনশনস্থলে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনশন চলাকালীন তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র জয় শুভ।

অসুস্থদের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরে তাকে ফের অনশনস্থলে আনা হয়েছে।

যদিও চিকিৎসক তাকে বিশ্রাম নেয়ার জন্য বলেছে। এছাড়া বাকি ৪ জনকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি।

আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরো বলেন, এই মুহূর্তে থেকে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠবো না।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয় #অবরোধ #শিক্ষার্থী