চলমান আন্দোলন ও উত্তেজনার মধ্যেই লাইভে যুক্ত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
সোমবার রাত ১০টায় ‘লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামক ফেসবুক পেজে লাইভে যুক্ত হবেন তিনি। তবে এ লাইভ প্রত্যাখ্যান করে কেউ যুক্ত হবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং চলমান অস্থিরতা নিয়ে উপাচার্য সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে। লাইভ সেশনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত ও অভিযোগ জানাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন একটি মহল। অনেকে মনে করছেন, এই সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি হতে পারে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সুজয় শুভ বলেন, প্রফেসর ড. শুচিতা শরমিনকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
তিনি কেনো এখন লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামক ফেসবুক পেজে লাইভে যুক্ত হবেন সেটা তার বিষয়। আমরা কেউ এখানে অংশগ্রহণ করবো না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।