ববির বিজয় হলের প্রভোস্টের পদত্যাগ | বিশ্ববিদ্যালয় নিউজ

ববির বিজয় হলের প্রভোস্টের পদত্যাগ

মেহেদী হাসান একজন ছাত্র বান্ধব শিক্ষক ও কর্মঠ মানুষ। সম্প্রতি ক্যাম্পাসে চলমান নানান জটিলতার মাঝে তার এ পদত্যাগের বিষয়টির কারণ ছাত্র-শিক্ষককের কেউ তেমনভাবে বুঝতে পারছেন না।

#বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজয়-২৪ হলের প্রভোস্টের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান।

মঙ্গলবার তিনি লিখিত পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে দাখিল করেছেন।

উপাচার্য বরাবরে লিখিত ওই পদত্যাগপত্রে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান উল্লেখ করেন, অদ্য ২৯ এপ্রিল থেকে বিজয়-২৪ হলের প্রভোষ্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করার বিষয়। পত্রে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে অনুরোধ জানালেও পদত্যাগ করার কোন কারণ উল্লেখ করেননি।

তবে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একজন ছাত্র বান্ধব শিক্ষক ও কর্মঠ মানুষ। সম্প্রতি ক্যাম্পাসে চলমান নানান জটিলতার মাঝে তার এ পদত্যাগের বিষয়টির কারণ ছাত্র-শিক্ষককের কেউ তেমনভাবে বুঝতে পারছেন না।

তবে শিক্ষকদের একাংশ বলছেন, দায়িত্বপূর্ণ পদে যথাযথভাবে কাজ করার সুযোগ না পাওয়ায় প্রভোস্টের (ভারপ্রাপ্ত) পদ থেকে মেহেদী হাসান পদত্যাগ করেছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#বরিশাল বিশ্ববিদ্যালয়