ছবি : ভিডিয়ো থেকে নেয়া
তিন দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রিপদে ডিপ্লোমাধারীদের কোটা বাদ দেয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার বুয়েট ক্যাম্পাসে এ মিছিল করেন তারা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন। এ ছাড়াও শিক্ষার্থীদের হাতে ‘জুলাইয়ে গেলো হাজার প্রাণ, করতে কোটার পুনর্বাসন?’ ‘কোটার নামে অবিচার বন্ধ করো, বন্ধ করো’ ‘প্রকৌশলীদের সকল পদ, শুধুই প্রকৌশলীদের অধিকার’সহ নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রকৌশল খাতে চলমান বৈষ্যমের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। প্রকৌশল খাতে বর্তমানে চলছে চরম বৈষম্য যার মধ্যে রয়েছে, বিএসসি প্রকোশলের এন্ট্রি লেভেলের পদসংখ্যা সংকোচিত করা, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের পদ সংকোচিত হচ্ছে।
এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারীদের উপ সহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্যপদে ৩০ শতাংশ পদোন্নতির বিধান থাকলেও তা লঙ্ঘন করা হচ্ছে। ফলে নবম গ্রেডের প্রকৃত এন্ট্রি লেভের পদ সংখ্যা কমে গেছে। বিএসসি প্রকৌশলীদের প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে। যা সংবিধানের সমতা নিশ্চিতে পরিপন্থি। তাই আমরা এই বৈষ্যমের নিরসন চাই।
বুয়েট শিক্ষার্থীদের ৩ দাবিগুলো হলো- ১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। ২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষাতে ডিপ্লোমা ও একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। ৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিএফ এক্রিডেশনের আওতায় আনতে হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।