শিক্ষকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্বান | সমিতি সংবাদ নিউজ

শিক্ষকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্বান

সে সম্পদের অধিগ্রহণ বাবদ ১২ কোটি ৫৩ লাখ টাকা বর্তমানে সংগঠনগুলো বিভক্তির কারণে সঠিক মালিকানা ও শিক্ষকদের কোনো কল্যাণে আসছেনা। অপরদিকে সমিতির ব্যাংকে সুদে আসলে প্রায় ৪০ লাখ টাকা জমা আছে।

#হাসপাতাল #শিক্ষক #বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি

সাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্জিত সম্পদ দিয়ে রাজধানীতে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। এ বিষয়ে সব শিক্ষক সংগঠন তথা অবসরপ্রাপ্ত ও কর্মরত প্রাথমিক শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার বলে মনে করেন তারা।

সোমবার দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো এক বিবৃতিতে নেতারা জানান সাবেক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রেখে যাওয়া সম্পদের আজ বেহাল অবস্থা। মিরপুর ১৩ নম্বর ১০ কাঠা জমি বর্তমানে মেট্রোরেল প্রকল্প অধিগ্রহণ করা হয়েছে।

সে সম্পদের অধিগ্রহণ বাবদ ১২ কোটি ৫৩ লাখ টাকা বর্তমানে সংগঠনগুলো বিভক্তির কারণে সঠিক মালিকানা ও শিক্ষকদের কোনো কল্যাণে আসছেনা। অপরদিকে সমিতির ব্যাংকে সুদে আসলে প্রায় ৪০ লাখ টাকা জমা আছে। এ সম্পদগুলো দীর্ঘ সময় বেহাল অবস্থায় আছে। নেতারা মনে করেন সরকারি সরাসরি তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষকদের কল্যাণে ঢাকা শহরে একটি বিশেষায়িত-হাসপাতাল নির্মাণ করা হোক। নেতারা মনে করেন, সাবেক নেতাদের রেখে যাওয়া সম্পদের ভোগ করার অধিকার সব অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের। এ বিষয়ে সব শিক্ষক সংগঠন তথা অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।

দৈনিক শিক্ষাডটকমকে পাঠানো বিবৃতিদাতারা হলেন: আছমা খানম সভাপতি, মো. কামাল হোসেন সহ সভাপতি, শিপ্রা সরকার সিনিয়র সহ সভাপতি মহিলা, লুতফুন নাহার রনি সিনিয়ার সহ সভাপতি, মো. রুহুল আমিন সহ সভাপতি, মো. আনোয়ার হোসেন সহ সভাপতি, শাহাদাত হোসেন সহ সভাপতি, মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, মো. ইউনুস আলী যগ্ম সাধারণ সম্পাদক, মো. জসিমউদদীন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফউদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমানে সাংগঠনিক সম্পাদক মো. মিরাজউদ্দীন সহ সাংগঠনিক সম্পাদক মো. নেওয়াজ আলী সহ সাংগঠনিক সম্পাদক। তাহমিনা আক্তার মুক্তা মহিলা সম্পাদক। মোসা. খাদিজা বেগম উপ মহিলা সম্পাদক, ও শাহীনা আক্তার প্রমুখ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#হাসপাতাল #শিক্ষক #বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি