একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের জন্য আগ্রহী লেখক ও প্রকাশকদের কাছ থেকে নতুন পাণ্ডুলিপি আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাণ্ডুলিপিগুলো ইংরেজি ও বাংলা দুই ভার্সনের জন্য।
গতকাল বৃহস্পতিবার এনসিটিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিমার্জিত শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে তিন বছরের জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনে বিভিন্ন বিষয়ের ১ম ও ২য় পত্রের পাঠ্যপুস্তকের অনুমোদন গ্রহণের জন্য আগ্রহী লেখক ও প্রকাশকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২৫ মার্চের মধ্যে এনসিটিবির চেয়ারম্যান বরাবর ১ হাজার টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার ও এর ওপর নির্ধারিত ভ্যাট পরিশোধ করে শিক্ষা ও সম্পাদনা শাখায় জমা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্য এনসিটিবির ওয়েবসাইট পাওয়া যাবে।